দিদিমনি এখন পাঁকে পড়েছেন : চা চক্রে জনসংযোগে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ

7th January 2021 8:53 am বাঁকুড়া
দিদিমনি এখন পাঁকে পড়েছেন :  চা চক্রে জনসংযোগে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   'দিদিমনি এখন পাঁকে পড়েছেন, কৃষক সম্মান নিধি মেনে নিয়েছেন। কথা বার্তায় নরম হয়েছেন, রাজ্যপালের লড়াই করে ক্ষতবিক্ষত হয়েছেন। এই অবস্থায় দেখলেন জনগণ বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই ক্ষমা চেয়ে সমঝোতার পথে যাচ্ছেন'। মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথাই বলেন বিজেপি রাছ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের নেতাদের এক হাত নেন। তিনি বলেন, অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ডাকাত বা গুণ্ডা নয়, দলের লোকেদের ভয়েই নিরাপত্তারক্ষি নিয়ে ওদের ঘুরতে হয়। 

  'জঙ্গল মহলকে চিনতে গেলে জঙ্গল মহলে থাকতে হবে, পান্তা খেতে হবে'। মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন,  বিরিয়ানি খেয়ে জঙ্গল মহলকে বোঝা যাবেনা। আর এই কাজ বিজেপির 'বহিরাগত' নেতারা করতে পারলেও দিদিমনি পারেননা বলেও তিনি দাবি করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।